দুইজনের মৃত্যু
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন,ঠাঁই নেই হাসপাতালে

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬  ইউনিট।

সীতাকুণ্ড থেকে অগ্নিদগ্ধ ও আহত রোগীদের চমেক হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমসিম খাচ্ছে চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্সরা।

এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছে ৪২ জন। দেড়শো বেশি শ্রমিক আহত হয়েছেন।

শনিবার(৪ জুন) রাত সাড়ে আটটার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম কন্টেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার  বলেন, ঘটনার খবর পেয়ে শুরুতে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। বর্তমানে আমাদের ১৬ টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার পর কনটেইনারে বিস্ফোরণ হয়, সেখানে থাকা ক্যামিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে । আগুনের সূত্রপাত কিভাবে তা তাৎক্ষনিক জানাতে পারেননি তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে দেড়শোর কাছাকাছি হতাহত ভর্তি হয়েছেন। দুইজনের মৃত্যুর বিষয়টি স্থানীয়রা নিশ্চিত করেছেন। তবে চমেক হাসপাতালে নিহতদের কাউকে আনা হয়নি।