পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে গেছে

বাংলাদেশ মেইল ::

ফেনীতে ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর দুই স্থানে বেড়ি বাঁধে ভাঙন দেখা দেখা দিয়েছে। এতে প্লাবিত হচ্ছে দুই গ্রাম।

ফলে ডুবে গেছে রাস্তা-ঘাট ও ফসলি জমি।
স্থানীয়রা জানান, সোমবার (২০ জুন) সকালে নদীর উত্তর দৌলতপুর ও দরবার পুরে ভাঙন দেখা দিয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আকতার হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। দরবারপুরের ভাঙনটি মেরামত করার জন্য স্থানীয়দের নিয়ে চেষ্টা করা হচ্ছে।