পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে ধরা মিয়ানমারের নাগরিক

বাংলাদেশ মেইল ::

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে চট্টগ্রামের বাকলিয়া থানার সৈয়দ ম্যানশনে উঠেছিলেন রোহিঙ্গা যুবক দিল মোহাম্মদ (৩৩)। আশা করেছিলেন চলে যাবেন দেশের বাইরে। পাসপোর্ট করতে এসেছিলেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে। তবে সেই আশায় গুঁরবালি।

গতকাল সোমবার তাকে আটক করে নগরীর মনসুরাবাদস্থ পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। হস্তান্তর করা হয় নগরীর ডবলমুরিং থানায়।
গ্রেপ্তার রোহিঙ্গা দিল মোহাম্মদ টেকনাফের শ্যামলাপুর নয়া পাড়ার কবির আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মো. এনায়েত উল্লাহ। তিনি বলেন, পাসপোর্ট অফিসের ৩ নম্বর কাউন্টারে ইন্টারভিউ সম্পন্ন করতে গেলে সন্দেহ হয় তাকে। এরপর ৪ নম্বর কাউন্টারে আঙ্গুলের ছাপ যাচাই করলেই সেই সন্দেহ ক্লিয়ার হয়ে যায়। প্রমাণ মিলে, দিল মোহাম্মদ ২০১৭ সালের ১১ নবেম্বর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে রেজিস্ট্রেশন করেছিলেন। পরে তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।