পরববারের দাবি নিহত যুবক 'ক্যাবেল অপারেটর '
চকবাজারে তুচ্ছ ঘটনার জেরে এক যুবক খুন

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রামের চকবাজারে তুচ্ছ ঘটনার জেরে এক  যুবক খুন হয়েছে। চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন ডিসি রোডস্থ মৌসুমী আবাসিক এলাকায় ক্রিস্টাল ভিউ, কে জি স্কুলের বিপরীত পাশে রাস্তার উপর এই হত্যাকান্ড ঘটে।

(১২ জুলাই) মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সৌরভ খান সোহাগ (২৩) নামের এই যুবক খুন হয়। তার পিতার নাম হারুনুর রশিদ। সে চকবাজার থানা এলাকার ডিসি রোডের ফরিদ ম্যানশন, একরাম জমিদারের ভাড়াটিয়া। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আটককৃতদের নাম সফি (৫০) এবং তার ছেলে সাকিব।

পরিবারের দাবী সৌরভ খান সোহাগ একজন ক্যাবল অপারেটর। ব্যবসায়িক বিরোধের জের ধরে দুপুরে একই এলাকার সাকিব ও শফিকের ছুরিকাঘাতে গুরুতর হয় সোহাগ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

নিহতের পিতা হারুনুর রশিদ জানান, ‘আমার ছেলে সহজ সরল, শফি তার স্ত্রীসহ ছেলে সাকিবকে নিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করে আমার ছেলেকে হত্যা করে।’

বিষযটি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান। তিনি বলেন, ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে।  হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. শফি (৫০)ও তার ছেলে সাকিব (১৯)কে গ্রেপ্তার করেছে। ‘

সিএমপির পাঁচলাইশ থানা পুলিশের ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বেলা সাড়ে ১২টার দিকে চমেক জরুরি বিভাগে চকবাজার থেকে আহত অবস্থায় এক যুবককে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে মৌসুমি আবাসিক মোড়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। সেখানে ছুরিকাঘাতে সৌরভ খান সোহাগ আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।