চবির শিক্ষক নিয়োগে ফোনালাপ ফাঁস,জমা পড়েছে তদন্ত প্রতিবেদন

Chittagong University Shuttle train

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রায় দীর্ঘ চার মাস পর প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।

বুধবার (৬ জুলাই) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
আগামীকাল বৃহস্পতিবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৫৩৮ তম এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় এই প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘আমরা ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। এজেন্ডা হওয়ার পর প্রতিবেদন জমা দেওয়ায় বিষয়টি এজেন্ডাভুক্ত হয়নি।তবে বিষয়টি যেহেতু গুরুত্বপূর্ণ আগামীকাল (বৃহস্পতিবার) সিন্ডিকেট সভায় এটা উপস্থাপন করা হতে পারে।’

প্রসঙ্গত, গত ৩ মার্চ ফার্সি বিভাগের শিক্ষক নিয়োগ সংক্রান্ত তিনটি ফোনালাপ ফাঁস হয়। এতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পদে ১২ লাখ, চতুর্থ শ্রেণি পদে ৮ লাখ, অফিসার পদে ১৫ লাখ ও শিক্ষক নিয়োগে ১৬ লাখ টাকার উপরে লেনদেন হয় বলে ফোনালাপগুলোতে ওঠে আসে।

পরে গত ৫ মার্চ পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য এ কে এম মাইনুল হক মিয়াজীকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও প্রায় ৪মাস পর তদন্ত প্রতিবেদন জমা দেয় তারা।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক এ কে এম মাইনুল হক মিয়াজী বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। সবকিছু পূঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়েছে। তবে সিন্ডিকেটের আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’