ইডেন কলেজ, আমরণ অনশনের ডাক বহিস্কৃতদের

বাংলাদেশ মেইল :::

রাজধানীর ইডেন মহিলা কলেজে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রলীগের ১৬ জনকে স্থায়ী বহিষ্কারের ঘটনায় আমরণ অনশনের ডাক দিয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে সদ্য বহিষ্কৃত নেত্রীরা এ সিদ্ধান্ত জানান।এ তথ্য নিশ্চিত করেছেন বহিষ্কৃত সহ-সভাপতি সোনালী আক্তার ও সুস্মিতা বাড়ৈ।

তারা জানান, দাবি আদায়ে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে আমরণ অনশন করবেন।

এর আগে গত রাতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। একই সাথে এই কমিটির ১৬ জনকে বহিষ্কার করা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপরই আন্দোলনের ডাক দিলেন বহিষ্কার হওয়া নেত্রীরা।