মিথেন গ্যাস কমাতে ‘বৈশ্বিক অঙ্গীকার ‘

অঙ্গীকার
বাংলাদেশ মেইল::

 

জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিকর মিথেন গ্যাস নিঃসরণ কমাতে ‘বৈশ্বিক অঙ্গীকারে’ যাচ্ছে বাংলাদেশও। এজন্য ‘বৈশ্বিক মিথেন অঙ্গীকার’-এ বাংলাদেশের যোগদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এখন সারাবিশ্ব থেকে পরিবেশবিদরা একটা মুভ (আন্দোলন) করছেন; বিশ্বের তাপমাত্রা যেভাবে বেড়ে যাচ্ছে। এভাবে বেড়ে গেলে বিশ্বকে ধ্বংসের কাছাকাছি নিয়ে যেতে পারে। তিনটা সিনারিও তারা চিন্তা করছেন। একটা হলো, ৬ ডিগ্রি যদি বাড়ে; তাহলে তো কিছুই করার থাকবে না। সচিব বলেন, ইভেন ৪ ডিগ্রিও যদি বাড়ে, সেক্ষেত্রেও প্রায় ৮০ শতাংশ এরিয়া চলে যাবে। আরেকটা সিনারিও তারা বলছে, ২ ডিগ্রি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা। ২ ডিগ্রি ইনক্রিজ হলেও লো লাইন এরিয়াগুলো সমুদ্রের নিচে চলে যাবে এবং ব্যাপক ন্যাচরাল ডিজাস্টার হবে। এখন উনারা চেষ্টা করছেন, এক দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখা সম্ভব কিনা।