মিরপুরের রংধনু মল
‘ স্বপ্নচূড়া’ জুয়েলারি ব্যবসার আড়ালে প্রতারণা

বাংলাদেশ মেইল::

রাজধানীর অভিজাত শপিং মল রংধনুর ‘স্বপ্নচুড়া’ নামের একটি স্বর্নের দোকান থেকে অভিনব কায়দায় এক গ্রাহকের দশ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গতকাল বুধবার রাতে এক গ্রাহক দোকানটিতে স্বর্ণালঙ্কার বিক্রি করতে গেলে তাকে দোকানে বসিয়ে রেখে স্বর্ণ হাতিয়ে নিয়ে চম্পট দেয় চক্রটি।

জানা যায় মিরপুর ১২ নাম্বারের রংধনু শপিং মলে অবস্থিত ‘স্বপ্নচূড়া’ নামের একটি স্বর্নের দোকানে দশ ভরি স্বর্নের চেইন বিক্রি করতে যায় আশফাক নিপুন নামের এক তরুন। দোকানটির কর্মকর্তা-কর্মচারীরা স্বর্নের দাম ঠিক করে নগদ টাকা নিয়ে আসার কথা বলে সটকে পড়ে৷

এ বিষয়ে ভুক্তভোগী নিপুন ৯৯৯ এ  ফোন করলে পল্লবী থানার একটি টিম ঘটনাস্থলে যায়। দোকানটির মালিক তাসকিয়া সুলতানা রাতের মধ্যেই বিষয়টি সুরাহ করার বিষয়ের লিখিত  প্রতিশ্রুতি দেন। কিন্তু বৃহস্প্রতিবার সারাদিন পল্লবী থানা স্বর্ণগুলো উদ্ধার করতে পারে নি। দোকানের মালিক তাসকিয়া সুলতানা আগের রাতে তার দোকান থেকে স্বর্ণ হাতিয়ে নেয়ার বিষয়টি  সুরাহ করার কথা বললেও ‘কবির মোল্লা’ নামের এক রাজনৈতিক নেতাকে দিয়ে ফোন করিয়ে দোকান মালিকের পক্ষ নিতে অনুরোধ জানান পুলিশকে। তিনি মিরপুরের সাংসদ ইলিয়াস মোল্লার ভাই হিসেবে পরিচয় দেন।

ভুক্তভোগী আশফাক নিপুন জানান, জরুরী প্রয়োজনে  টাকার দরকার ছিল, তাই ঘরে থাকা স্বর্ণালংকার নিয়ে মিরপুরের রংধনু শপিং মলে যাই। স্বপ্নচূড়া নামের দোকানটিতে স্বর্নের চেইন বিক্রির কথাবার্তা চুড়ান্ত হয়। কিন্তু দোকানের কর্মচারী ঘন্টা দেড়েক পরে এসে জানায় সাথে থাকা অন্য কর্মচারী এসব স্বর্ণ লুট করে পালিয়ে গেছে৷ বিষয়টি সন্দেহজনক মনে হয় সাথে সাথে ৯৯৯ এ ফোন করি। ‘

দোকানের মালিক তাসকিয়া সুলতানা এই চক্রের সাথে জড়িত বলে ধারনা করছেন ভুক্তভোগী আশফাক নিপুন। এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় পল্লবী থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, পুলিশের একটি দল দোকান মালিককে ধরে অভিযানে বের হয়েছে। দোকান মালিককে আনার পর বিস্তারিত জানা যাবে।  ‘

এদিকে মিরপুরের স্থানীয়রা জানান রংধনু শপিং মলের স্বপ্নচুড়া নামের দোকানটিতে এরআগেও এমন ঘটনা ঘটেছে। স্থানীয় থানার পুলিশ ও মল মালিক সমিতিকে ম্যানেজ করেই অভিজাত শপিং মলের ভেতরে এমন প্রতারণা চালিয়ে যাচ্ছেন তাসকিয়া সুলতানা।