মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে ২ ফার্মেসিকে জরিমানা

ফার্মেসিকে

বাংলাদেশ মেইল::

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।শনিবার (৮ অক্টোবর) পাহাড়তলী থানার অলংকার এলাকায় জরিমানা চালিয়ে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নাসরিন আক্তার বাংলানিউজকে বলেন, মেয়াদ বিহীন ঔষধ ও ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করার অপরাধে নিউ অলংকার ফার্মেসীকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় মোহাম্মদীয়া ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন ঘটনা থেকে বিরত থাকতে এসময় তাদের সতর্ক করা হয়েছে।