চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপি’র মহাসমাবেশ

বাংলাদেশ মেইল::

হাজার হাজার নেতাকর্মীর যোগদানের মধ্যে দিয়ে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে বিএনপি’র বিভাগীয় মহাসমাবেশ। বুধবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর থেকেই সমাবেশস্থলে সমবেত হতে শুরু করেন দলটির নেতা কর্মীরা। এদিকে স্থানীয় পর্যায়ের নেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। সুবিশাল মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে পাঁচ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় গণসমাবেশের ডাক দেয় বিএনপি।

আজকের এই সমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে কমপেক্ষ ১০ লাখ জনসমাগম হবে বলে চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন। এদিকে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় জানান, সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তার জন্য যা যা দরকার, সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।