টি-টোয়েন্টি সুপার বিশ্বকাপ
১০১ রানেই অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ::

টি-টোয়েন্টি সুপার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১০১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এটি বাংলাদেশের দ্বিতীয় পরাজয়।

বৃহস্পতিবার সিডনির এসসিজিতে দক্ষিণ আফ্রিকা তাদের সুপার ১২ পর্বে বাংলাদেশকে হারালো ।

২০৬ সালের রানের লক্ষ্য খেলতে নেমে বলিং ঝড়ে  দক্ষিণ আফ্রিকা ১৬.৩ ওভারে বাংলাদেশকে ১০১ রানে অলআউট করে।  অ্যানরিচ নর্টজে চার উইকেট শিকার করে ধ্বস নামায় বাংলাদেশের ব্যাটিং লাইনে।

প্রাথমিকভাবে, দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করে, রিলি রোসোর সেঞ্চুরির সৌজন্যে। রোসোউ ৫৬ বলে ১০৯ রান করেন, সাতটি চার ও আটটি ছক্কায়। এদিকে কুইন্টন ডি কক ৩৮ বলে ৬৩ রান করেন। অন্যদিকে,  বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন সাকিব আল হাসান।