চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হেমায়েত উদ্দিন নামের এক ভুক্তভোগী।  মঙ্গলবার (১৫ নভেম্বর)  চট্টগ্রামের প্রথম  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি রুজু করা হয়েছে। আদালত পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন। মামলার আসামিরা সবাই চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা।

বাদি হেমায়েত উদ্দিনের আইনজীবী  এডভোকেট এনামুল হক জানান, জেলা প্রশাসনের সহিত ছয়  কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আমার মক্কেল হেমায়েত উদ্দিন। আদালত মামলাটি নথিভুক্ত করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সাথে ৩০ দিনের মধ্যে রিপোর্ট তলব করেছেন আদালত।

মামলার আসামীরা হলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আহসান মুরাদ, সার্ভেয়ার ইমাম হোসেন বাপ্পি, সার্ভেয়ার  আব্দুল মোমেন, সার্ভেয়ার মোক্তার হোসেন, সার্ভেয়ার আবু কায়সার সোহেল, অফিস সহকারী বেলায়েত হোসেন বুলু। মামলার এজাহারে বলা হয়েছে ;  ১১ নভেম্বর দুপুরে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় জমির ক্ষতিপূরণ পাবার বিষয়ে আলাপ করতে গেলে কর্মকর্তাদের হাতে অপদস্ত হয়েছেন বাদী হেমায়েত। মামলার ২ নং আসামী সার্ভেয়ার ইমাম হোসেন দরজা বন্ধ করে বেঁধে রাখার হুমকি দেন।

চট্টগ্রামের হালিশহর এলাকার সবুজবাগে বসবাসরত হেমায়েত হোসেন বলেন, ‘ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা ঘুষ, দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত হিসেবে ক্ষতিপূরণ আদায় করতে দীর্ঘদিন দৌড়ঝাঁপ করেও লাভ হয় নি। অধিগ্রহণ করা ভূমির বিপরীতে  সেটআপ মামলা সৃস্টি করে নিজেরাই সমঝোতার পথ দেখিয়ে দেন। প্রতিবাদ করার কারণে আমাকে বেঁধে রাখার হুমকি দেয়া হয়েছে।