কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের জনি

বাংলাদেশ মেইল :: 

প্রচন্ড তাপদাহে যখন জনজীবন বিপন্ন তখনই কায়িক পরিশ্রমে ধান কাটা কাজে সহযোগিতা করে এক কৃষকের মুখে ফুটিয়েছে দক্ষিণ জেলা  ছাত্রলীগের একদল কর্মী । চট্টগ্রাম দক্ষিণ সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের বাচা মিয়া কালু নামের এই কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ইয়াছিন চৌধুরী জনির নেতৃত্বে কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় ছাত্রলীগের কর্মীরা। ধান কাটার সময় অংশ নেন  সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা নাজিমুস সাকিব, শহীদুল ইসলাম, আজিমুল ইসলাম, হুমায়ুন রাসেল, সিফাত,রনি ফয়সালসহ ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী।

 

দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ইয়াছিন চৌধুরী জনি জানান, চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে সাতকানিয়ায়  ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে দরিদ্র কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেয়ার ব্যবস্থা করেছি। ‘

কৃষক বাচা মিয়া কালু উচ্ছ্বসিত মুখে প্রশংসা করেন ছাত্রলীগের এমন মানবিক উদ্যোগে। কৃষক বাচা মিয়া কালু জানান, কয়েক দিন আগে থেকে তার  জমির ধান পেকে গেলেও শ্রমিক না পেয়ে ধান ঘরে তুলতে পারছিলেন না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তার কষ্টের এ খবর পেয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইয়াসিন জনির নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে বিনা পারিশ্রমিকে তার সব ধান কেটে দিয়েছেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে গত বছরের মতো এবারও দেশের সব জেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে সংগঠনের নেতাকর্মীরা।