শপথ নিলেন ২৯৭ জন সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক ::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যের মধ্যে ২৯৭ জন শপথ নিয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় আওয়ামী লীগের নবনির্বাচিত এমপিদের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির নতুন এমপিরা শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

সংসদের কর্মকর্তারা জানান, ঢাকা-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ড. আওলাদ হোসেনের শপথ অনুষ্ঠিত হয়নি। উচ্চ আদালতে ঢাকা-৪ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল স্থগিত করার কারণে তার শপথ হয়নি। তবে বুধবার ড. আওলাদ হোসেন হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন। পরে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সংসদ সচিবালয়ের সচিবকে তার শপথের আয়োজন করতে বলা হয়েছে। ওই আদেশ নিয়ে তিনি শপথ গ্রহণের জন্য সংসদে এসেছেন বলে জানা গেছে।

শপথ নিলেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা
নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী, ২৯৮টি আসনের বেসরকারি ফলে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন।