সভাপতি- শিমুল, সেক্রেটারি-মানতু
ভাটিখাইন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

পটিয়া প্রতিনিধি ::

পটিয়া উপজেলার ভাটিখাইন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ৭ অক্টোবর (বৃহস্পতিবার) সম্পন্ন হয়েছে। বিকেল ৪টায় ভাটিখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ড শীলপাড়া শ্রী শ্রী জ্বালা কুমারী বাড়ি প্রাঙ্গনে প্যানেল কুমার উত্তম কুমারদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী পরিষদ পটিয়া উপজেলার সভাপতি মাষ্টার শ্যামল কুমার দে। উদ্বোধক ছিলেন- উপজেলা পূজা পষিদের নব-নির্বাচিত সভাপতি যদুরঞ্জন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব দাশ,বিশেষ অতিথি ছিলেন- দক্ষিণ জেলা পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক তাপস কুমার দে, কান্তি লাল ভট্টচার্য্য, খরনা ইউনিয়ন পুজা পরিষদের সাবেক সভাপতি রাজিব সেন, যাদব সর্দার, অধীর রঞ্জন শীল, স্বাগত বক্তব্য রাখেন সুমন শীল। অনুষ্ঠান পরিচালনা করেন পিকলু শীল জয়।

সর্বসম্মতিক্রমে ১৪নং ভাটিখাইন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শিমুল
কুমার দে বাবু ও সাধারণ সম্পাদক মানতু দেকে মনোনীত করে ৩১ সদস্য একটি কমিটি করা হয়। এরমধ্যে সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ দে, সহ-সভাপতি তিলক পাল, তাপস দে, সহ সভাপতি সুমন কান্তি শীল, সহ সভাপতি রাজিব দে, সাংগঠনিক সম্পাদক সুপন দে, অর্থ সম্পাদক রাসু সরকারসহ ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি উপজেলা পূজা উৎযাপন পরিষদ অনুমোদন দিয়েছেন।