আইপিএল খেলতে সাকিবকে ছাড়পত্র দিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : আইপিএল খেলতে সাকিবকে আনুষ্ঠানিক ভাবে ছাড়পত্র দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এমনটাই নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। ম্যাচ খেলার জন্য ফিট থাকায় সাকিব আইপিএল খেলার অনাপত্তিপত্র পেয়েছেন।

তিনি বলেন, যে ওয়ার্ল্ডকাপ হবে সেখানে সাকিব একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। সে হিসেবে আমরা তার যে ইনজুরি আছে তা প্রপারলি এসেস করে আমরা চেষ্টা করছিলাম কংক্রিট একটা সিদ্ধান্ত দেয়ার জন্য। আমরা আজকে যে ডক্টরস অপিনিয়ন পেয়েছি, তার উপর বেসিস করে আজকে এনওসি ইস্যু করে দিয়েছি। আমাদের এনওসিতে এটা দেয়া আছে যেন সে মেডিক এবং ফিজিওর সঙ্গে যোগাযোগ করে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান সাকিব। এ কারণে টাইগারদের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি তিনি। তবে নিজেকে ফিরে পেতে বা ফিটনেস ঠিক রাখতে বেশ কয়েকদিন ধরে নিয়মিত ব্যয়াম ও পরিশ্রম করছেন সাকিব।