শিক্ষার্থীরা চাইলে শপথ নেব,না চাইলে নেব না: ভিপি নুর

    বিএম ডেস্ক : নিজের অবস্থান থেকে সরে আসেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা চাইলে শপথ নেব, না চাইলে নেব না। আমি কখনোই আমার অবস্থান থেকে সরে আসিনি। নির্বাচিত হিসেবে শিক্ষার্থীদের সকল দাবির সাথে আমার সমর্থন আছে।’

    বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন নুরুল হক নুর।

    তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাজানো ছকে নির্বাচন এগিয়েছে। তারা আমাকে ও আখতারকে নীল নকশা করেও হারাতে পারেনি। প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ৩১ মার্চের মধ্যে নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে পদত্যাগ করতে হবে। এই পুনর্নির্বাচন সকল পদেই দিতে হবে।’

    নির্বাচনের দিন রোকেয়া হলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর নেতৃত্বে তাদের ‘লেডি মাস্তান বাহিনী’ হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন নুর।

    বিএম/রনী/রাজীব