ঠাকুরগাঁওয়ে শহীদ জায়াদের সম্মাননা প্রদান

বিএম ডেস্ক : জাটিভাঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে
ঠাকুরগাঁওয়ে শহীদ জায়াদের সম্মাননা ও তাদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সদর উপজেলার শুখানপুকুরীতে শহীদ জায়াদের সম্মাননা সহ বস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেলে শহীদদের স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু প্রমুখ। পরে জাটিাঙ্গায় শহীদ জায়াদের মাঝে বস্ত্র বিতরণ করেন অতিথিরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই ২৩ এপ্রিল পাকিস্তানী ও এদেশীয় দোসররা সদর উপজেলার ১৫টি গ্রামে তিন হাজারেরও বেশি নিরীহ বাঙালিকে জাটিভাঙ্গায় জড়ো করে হত্যা করেছিল। তখন থেকেই এই দিনটি জাটিভাঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বিএম/গৌতম/রনী