শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ২০৭,কারফিউ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থণা চলাকালে তিনটি চার্চ ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৫ শতাধিক মানুষ। শ্রীলঙ্কাজুড়ে কারফিউ জারি করা হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দপ্তরের বরাত দিয়ে নিউজ ফার্স্ট ডট লংকা জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে কারফিউ বলবৎ থাকবে।

আজকের ঘটনায় এই ঘটনায় এখন পর্যন্ত ৭ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

তবে এ হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।

এর আগেই অবশ্য রাজধানীতে সেনা মোতায়েন করা হয়। বিমানবন্দরের নিরাপত্ত বাড়ানো হয়। আর দু’দিন দেশটির সব বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রবিবার (২২ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কার রাজধানীর কলম্বোয় গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে এখন পর্যন্ত ২০৭ জন নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন।

বিএম/রনী/রাজীব