ডোমারে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

    নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলার ডোমারে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

    রবিবার (৯জুন) ডোমার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন, আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা “সৃষ্টি”।

    ডোমার সরকারী কলেজের প্রভাষক সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, বেগম রোকেয়া বিশ্ব বিদ্যলয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, রুয়েটের সহকারী অধ্যাপক ফারহামদুল রেজা, দেবীগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ডাঃ আসাদুজ্জামান আসাদ, ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, বন্ধন জেনেটিক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

    এ ছাড়াও আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা “সৃষ্টি”র সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনি কান্ত রায়, সুলতানুল আরেফিন বক্তব্য রাখেন।

    উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯২জন জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস ও শিক্ষা উপকরণ প্রদান করেন অতিথিগণ।

    সংগঠনের পক্ষথেকে দরিদ্র ১০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও ৩ শিক্ষার্থীকে এইচএসসি পর্যন্ত লেখাপড়ার যাবতীয় দায়ীত্ব গ্রহন করেন তারা সংগঠনের সদস্যগণ।

    তাদের এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

    বিএম/এমআই/এমআর