বঙ্গোপসাগরে পণ্যসহ ট্রলার ডুবি

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রামের  থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে পণ্য বোঝাই ট্রলার ডুবে গেছে। আল্লাহর দান-১ নামের ট্রলারটি চট্টগ্রাম থেকে হাতিয়া যাচ্ছিল।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে বঙ্গোপসাগরের হাতিয়া সীমানায় ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কারো প্রাণহানি হয়নি।

ডুবে যাওয়া ট্রলারটির মালিক মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফিশারিঘাট থেকে হাতিয়ার ওছখালী বাজারের ব্যবসায়ীদের মুদি মালামাল, সিমেন্ট, রড ও টিন বোঝাই করে ট্রলারটি হাতিয়ার উদ্দেশে রওয়ানা দেয়। ভোর পৌনে ৫টার দিকে বঙ্গোপসাগরের চট্টগ্রাম সীমানা থেকে হাতিয়া সীমানায় প্রবেশের কিছুক্ষণ পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ট্রলারটি পানিতে ডুবে যায়। তবে তার দাবি, ট্রলারটিতে কোটি টাকার পণ্য ছিল।