শাবিপ্রবির সংগঠন
    নোঙরের ১৫তম কার্যনির্বাহী কমিটি গঠিত

    বাংলাদেশ মেইল ::

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন নোঙরের ১৫তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

    এতে সভাপতি হিসেবে গনিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাশরাফি বিন মোক্তার (অর্ণব) এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হাসিবুল আলম চৌধুরী শান্ত মনোনীত হয়েছেন।

    গত রবিবার (২৭ জুন) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি লস্কর আবিদ মুনাওয়ার, রিফাত হাসান খান, মোজাক্কির আহমদ, তূর্য তরুণ রাহা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম, তানভীর রহমান আদিল, সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেন রাকিব, ব্যান্ড লিডার আশিক খান, অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড লিডার মো. মিনহাজুল আলম চৌধুরী, ব্যান্ড ম্যানেজার এ্যালভিন রুদ্র কর্মকার, অর্থ সম্পাদক জিহান খান, হিউম্যানিটি সেইকের প্রধান কুদরত ই এলাহী, মেটাল ফ্যান ক্লাবের প্রধান পার্থ দাশ পংকজ মনোনীত হয়েছেন।

    এছাড়াও মিউজিক স্কুলের প্রধান হিসেবে স্বস্তি দাস, ভিজুয়্যাল আর্টসের প্রধান আফরিদা এনাম এষা, আর্কাইভ এন্ড আইটি সেক্রেটারি হিসেবে দীপান্বিতা বর্মন বৃষ্টি, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মো. গোলাম রব্বানী এবং অফিস সেক্রেটারি তাইফ আরহাম মনোনীত হয়েছেন।

    উল্লেখ্য, মিউজিককে সকলের মাঝে ছড়িয়ে দিতে শাবির এই অন্যতম সংগঠন নোঙর -“Break The Barrier Through The Rhythm of Culture” এই আদর্শবাণীকে সামনে রেখে ২১ জন স্বপ্নদষ্ট্রার হাত ধরে ২০০৩ সালের ২৬ ই জানুয়ারি পথযাত্রা শুরু করেছিল। ১৫ বছরে শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের সুবৃহৎ সংগঠন পরিণত হয়েছে। প্রথম কার্যনির্বাহী কমিটিতে সাধারন সদস্যদের ভোটে ভিপি হিসেবে ওয়াহিদ জামান, জিএস কামাল মাহমুদ আদনান, ওএস রুহুল হাবিব মওলা নির্বাচিত হয়েছিলেন।