তালেবানকে সাহায্য না করতে পাকিস্তানের প্রতি আবারও আফগানিস্তানের আহ্বান

বাংলাদেশ মেইল::

তালেবানকে সাহায্য না করতে পাকিস্তানের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন আফগানিস্তান। গত এক দশকে যা অর্জিত হয়েছে তা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তালেবানকে পাকিস্তানের সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি।

গত এপ্রিলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে এ পর্যন্ত দেশটির এক হাজার সেনা শহীদ ও ৩ হাজারেরও বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে এএনআইয়কে বলেন, ‘আমরা সময়ে সময়ে বলেছি যে কোয়েটা, পেশোয়ার এবং পাকিস্তানের অন্য কোথাও শুরার উপস্থিতি আমাদের জন্য খুব উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের পরিবার এখনও সেখানে থাকে। তালেবান প্রতিনিধিরা পরামর্শের জন্য পাকিস্তান সফর করেছেন। সুতরাং পাকিস্তানে বর্তমানে তাদের সমর্থন অবকাঠামো রয়েছে। আমরা এর পরিবর্তন দেখতে চাই।’

রাষ্ট্রদূত জানান, সন্ত্রাসবাদে পাকিস্তান সমর্থন অন্য দেশকে ক্ষতি করতে পারে। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অবনতির কথা জানিয়ে তিনি বলেন, ‘তালেবানদের সহিংসতা বন্ধ করা দরকার এবং রক্তপাতের অবসান হওয়া উচিত।’
ইতিমধ্যে ২ লাখেরও বেশি আফগান নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। মোট ৩৭৫টি জেলার মধ্যে ২০০ জেলায় আফগান বাহিনী এবং তালেবান যোদ্ধাদের মধ্যে সক্রিয় লড়াই চলছে।

১৮টি সীমান্তবর্তী জেলায়ও সমস্যা চলছে যেগুলোর সঙ্গে তাজিকিস্তান, উজবেকিস্তান এবং ইরানের সীমান্ত সংযোগ রয়েছে।

ভারতের আফগান দূত বলেন, আফগান বাহিনী কঠোর লড়াই চালিয়েছে এবং গত তিন দিনে প্রায় ১০ টি জেলা পুনরায় ফিরে পেয়েছেন। আসন্ন দিনগুলোতে আবার নিয়ন্ত্রণ ফিরে আসবে। গত ২১ এপ্রিল থেকে পরিস্থিতি অত্যন্ত মারাত্মক ও চ্যালেঞ্জিং ছিল।

তিনি আরও বলেন, ‘তালেবানরা জেলার বিভিন্ন কেন্দ্র দখল করতে পেরেছে। মনে রাখবেন পুরো জেলাগুলো দখল করা খুব কঠিন কাজ, তাই যেহেতু জেলাগুলোতে পুরোপুরি নিয়ন্ত্রণ নেই সেহেতু তারা কেন্দ্রীয় ভবনটি দখল করে। তারা রাজধানীটি দখল করে নেয়। এটি তাদের পক্ষে অনেক পড় পাওয়া। তারা তাদের সামরিক আক্রমণ আরও তীব্র করেছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়।’

ফরিদ মামুন্দজে বলেন, ‘সাম্প্রতিক সহিংসতার তীব্রতা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা তালেবানদের সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছি যেহেতু বিদেশি বাহিনী প্রত্যাহার ব্যাপক পরিমাণে শেষ হয়েছে এবং বাকি বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে। শিগগিরই সময় এসেছে নির্দোষ মানুষের রক্তপাত বন্ধ করা এবং তাদের নিজস্ব বাহিনীর সঙ্গে লড়াই বন্ধ করা।’

আফগান রাষ্ট্রদূত বলেন, ‘আমরা কেবল আফগানিস্তানের পক্ষে লড়াই করছি না, আমরা গৃহযুদ্ধও করছি না। আমরা ২০টি সন্ত্রাসী দলের বিরুদ্ধে লড়াই করছি, সুতরাং দায়বদ্ধ আঞ্চলিক বাহিনীকে সহায়তা করতে হবে।’ ইরান ও রাশিয়ার মতো আলোচনার টেবিলে তালেবানদের ফিরিয়ে আনতে ভারতকেও সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।(সূত্র: এএনআই)