মীরসরাইয়ে সহপাঠীর হামলায় এক সিএনজি চালকের মৃত্যু

হামলায়

বাংলাদেশ মেইল::

মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ঝুলনপুল বাজারে তাস খেলাকে কেন্দ্র করে সহপাঠীর হামলায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। গত সোমবার (৯ আগস্ট) রাতে উপজেলার ঝুলনপুল বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার ঝুলনপুল বাজারের শাহ আলম কুলিং কর্ণারে সহপাঠীদের সাথে তাস খেলতে বসে সিএনজি চালক বাহার মিয়া (৪০) ।

খেলার এক পর্যায়ে তার এক প্রতিপক্ষ সহপাঠী রেদোয়ানের সাথে ঝগড়া লেগে যায়। পরে পাওনা ৭০ টাকা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার পরস্পর হামলা শুরু করে। এক পর্যায়ে কিল ঘুষি ও খেলার হিসেবের জন্য রাখা কলমের ঢাকনা খুলে সুঁচালো অংশ বার বার পেটে ঢুকিয়ে দেয় প্রতিপক্ষ রেদোয়ান।

আহত বাহার মিয়া অবশেষে রাতে নিজ ঘরে গেলে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়ির লোকজন সকালে তাকে ঝুলনপুল বাজারে নিয়ে যায়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. রাজু সিংহ তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাহার মিয়া ৬নং ইছাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের নুরুল ইসলামের পুএ।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন  এ বিষয়ে বলেন, ঘটনাটি আমরা জেনেছি। এ বিষয়ে তদন্ত চলছে। যেহেতু মারামারির ঘটনা ঘটেছে তাই আমরা মৃতদেহ পোস্টপর্টেমের জন্য পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।

বিএম/ হামলায়