সিঙ্গাপুরের ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার

ভ্রমণ নিষেধাজ্ঞা

বাংলাদেশ মেইল ::

ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত ‘লাল তালিকা’ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নিয়েছে সিঙ্গাপুর। সেই সঙ্গে আরও ৫টি দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞার খড়গ তুলেছে এশিয়ার উন্নত রাষ্ট্র সিঙ্গাপুর। দেশগুলো হলো- ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মিয়ানমার। বৈশ্বিক করোনা পরিস্থিতি পর্যালোচনার পর সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ওই সিদ্ধান্ত জানায়।

মন্ত্রণালয়ের নোটিশ মতে, আগামী ২৬শে অক্টোবর রাত এগারোটা ৫৯ মিনিট থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত নির্দেশনা কার্যকর হবে। ফলে বাংলাদেশসহ উপরোল্লিখিত ৬ দেশের নাগরিক বা ১৪ দিনের মধ্যে ওই সব দেশ ভ্রমণকারী ভিনদেশিদের সিঙ্গাপুর প্রবেশে কোনো বাধা দেয়া হবে না। তবে তাদের অবশ্যই ক্যাটাগরি ফোর বর্ডার রেসট্রিকশন মানতে হবে অর্থাৎ ১০ দিন তাদের হোম কোয়ারেন্টিন করতে হবে, যা দেশটির স্বাস্থ্য বিভাগ মনিটর করবে। উল্লেখ্য, এতদিন বর্তমানে বাংলাদেশ ভ্রমণকারী কিংবা নাগরিকদের জন্য সিঙ্গাপুর প্রবেশ বারণ রয়েছে।