২৪ শে সেপ্টেম্বর
সুইজারল্যান্ডে প্রথমবারের মতো চাটগাঁইয়া মেজবানের আয়োজন

ইউরোপ প্রতিনিধি :::

প্রাকৃতিক সৌন্দর্যের রানীখ্যাত সুইজারল্যান্ডে মেজবানের আয়োজন করেছে দেশটিতে বসবাসরত বাঙালিরা। আগামী ২৪ শে সুইজারল্যান্ডের জুরিক শহরের  চাটগাঁইয়া মেজবানের  আয়োজন করেছে চট্টগ্রামবাসী।

মেজবানের ফাঁকে বাপ্পা মজুমদার ও দলছুট এবং সুইজারল্যান্ডে বসবাসরত স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ  সাংস্কৃতিক সন্ধ্যায় মেতে উঠবেন প্রবাসী বাঙালিরা।

সুইজারল্যান্ডের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমানন৷ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

চট্টগ্রাম কমিউনিটি সুইজারল্যান্ডের সভাপতি এসকান্দর আলী বলেন, ‘ ১৮ দশকের দিকে চট্টগ্রামে মেজবানের প্রচলন শুরু হয়। সেই থেকে মেজবানের প্রচলন চলে আসছে। এখন সুইজারল্যান্ডে বসবাসরত বাঙালিদের নিয়ে আমরা মেজবানের আয়োজন করতে যাচ্ছি। ‘

চট্টগ্রাম কমিউনিটি সুইজারল্যান্ডের সাধারণ সম্পাদক  মো: ইয়াসিন বলেন, চট্টগ্রামবাসীর পদচারণে মুখর হবে জুরিচ। গুণিজন সম্মাননা,  সংগীতানুষ্ঠান উপভোগ করবেন সুইজারল্যান্ডে বসবাসরত চট্টগ্রাম অঞ্চলের মানুষ। দুই হাজার মানুষের মেজবানের আয়োজন করা হয়েছে। প্রাচীনকালে মেজবানির খাবার পরিবেশন হতো মাটির বাসনে। অতিথিরা মাঠে কিংবা উঠানে পাটি বিছিয়ে সারিবদ্ধ হয়ে বসতেন। এখন এ আয়োজনে লেগেছে আধুনিকতার ছোঁয়া। যেহেতু প্রবাসে আমরা এই মেজবানের আয়োজন করছি সেই ধরনের সংস্কৃতি হয়তো থাকবে না তবে অতিথিরা উপভোগ করবেন। ‘

সংগঠনটি প্রধান উপদেষ্টা আনিস খান বলেন, চট্টগ্রামের সংস্কৃতি প্রবাসের মাটিতে আয়োজনের বিষয়টি নিসন্দেহে আনন্দের। প্রথমবারের মতো সুইজারল্যান্ডে মেজবানের  আয়োজন করা হচ্ছে, আমি আশা করছি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। ‘

উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ মহসিন জানান,  সুইজারল্যান্ডে বসবাসরত চট্টগ্রামের বাসিন্দাদের মিলনমেলায় পরিণত হবে এই মেজবান অনুষ্ঠান। এতে বিভিন্ন জেলার মানুষও যোগ দেবে। ‘

মেজবান শব্দটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘মেজ্জান’ হিসেবে প্রচলিত। সহজ কথায়, মেহমানদারি বা অতিথিদের জন্য বিশেষ ভোজের ব্যবস্থা করাই হচ্ছে মেজ্জান। চট্টগ্রামে সাধারণত কোনো আচার-অনুষ্ঠানকে উপলক্ষ করে মেজবানের আয়োজন করা হয়।‘মেজবান’ শব্দটি ফারসি। এর অর্থ আপ্যায়ক, অতিথি সৎকারক, আতিথেয়তা, মেহমানদারি বা বিশেষ ভোজ। চট্টগ্রাম অঞ্চলের জনপ্রিয় ও পরিচিত বিশেষ ভোজন হিসেবে খ্যাতি লাভ করা মেজবান প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সুইজারল্যান্ডে। আয়োজকরা বলছেন নান্দনিক সৌন্দর্যের রানী সুইজারল্যান্ডের জুরিখ শহরে চট্টগ্রামবাসীর মিলনমেলায় পরিণত হবে এই মেজবান।

মেজবান আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছেন কমিউনিটি ব্যক্তিত্ব  মাসুদ কামাল, নজরুল ইসলাম মজুমদার, সাইফুল ইসলাম সুমন, মোবারক আলী, রাজন ফেরদৌস প্রমুখ ।