ফেসবুকে পোস্ট দিয়ে কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন ডা. মুরাদ

বাংলাদেশ মেইল ::

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (৭ ডিসেম্বর), দুপুর একটার দিকে নিজের ফেসবুক পেইজে  তিনি ক্ষমা চেয়ে এই পোস্ট করেছেন।

তার পেইজে তিনি লিখেছেন, ‘

আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।

মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন।জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ‘

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মন্তব্য করে অনলাইন-অফলাইনে ব্যাপক সমালোচিত হয়েছেন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। নারী অধিকারকর্মী থেকে শুরু করে সুশীল সমাজ, বিরোধী দলীয় রাজনীতিবিদ, এমনকি সরকার দলীয় অনেক নেতাকর্মীও বলেছেন— এমন ‘অশালীন’ মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত প্রতিমন্ত্রীর। তবে প্রতিমন্ত্রী নিজে বলছিলেন এই ইস্যুতে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

কিন্তু নতুন করে অডিও ভাইরাল হবার পর নড়েচড়ে বসে সরকার। গতরাতে তাকে পদত্যাগ করার নির্দেশ দেয়া হয়৷ এরপরই তিনি মুলত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন।