দ. জেলা যুবলীগের সাধারন সম্পাদকের উপর হামলার ঘটনায় ১১ গ্রেফতার

বাংলাদেশ মেইল ::

সাতকানিয়ার খাগরিয়া বাজালিয়া ও নলুয়া ইউপি নির্বাচনে সহিংসতার ও দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর উপর হামলার ঘটনায় ১১ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। তন্মধ্যে খাগরিয়ার সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম খাগরিয়ার মোহাম্মদখালী ৪ নং ওয়ার্ডের মৃত সৈয়দ আহমদের পুত্র জসিম উদ্দিন (৩৬)। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক ১টি লোহার চাপাতি ও ১টি কাঠের বাটযুক্ত লোহার ছুরি উদ্ধার করা হয়। নতুন চর খাগরিয়া ১ নং ওয়ার্ডের বাচা মিয়ার

বাড়ির মৃত আব্দুল খালেকের পুত্র ওসমান গণি প্রকাশ কানা ওসমান (৪২) জোরারকুল ৮ নং ওয়ার্ডের জাগির হোসেনের পুত্র সরোয়ার জামান (৩২) খাগরিয়ার ৪ নং ওয়ার্ডপশ্চিম পাড়ার মৃত কালামিয়ার পুত্র আহমদ কবির প্রকাশ ভুতাইয়া (৫০) ও খাগরিয়ার মাইজ পাড়া ৬ নং ওয়ার্ডের আবুল কাশেমের পুত্র রিদোয়ান হাসান কাশমি (১৯)। বাজালিয়ার ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় নিহত আব্দুল শুক্কুর প্রকাশ শুক্কুরকে হত্যার ঘটনায় এজাহারনামীয় ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম বাজালিয়ার ১ নং ওয়ার্ডের মৃত ফজল করিমের পুত্র নাসির উদ্দিন চৌধুরী প্রকাশ মহসিন (৫৫) ও বাজালিয়া উত্তরপাড়া ৬ নং ওয়ার্ডের আজিজুর রহমানের পুত্র হারুনুর রশিদ (৫৫)। তাছাড়া নলুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ অফিস কেন্দ্রে ভোটচলাকালীন সময়ে নিহত কিশোর মোঃ ইয়াছিন প্রকাশ তাসিফ (১৩) হত্যার ঘটনায় জড়িত এক আসামীকে শহরের নন্দনকানন এলকা থেকে গত শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ফেনী জেলার বিজয়পুর গেদু মিয়া সাহেবের বাড়ীর মোঃ আবু সাদেক প্রকাশ এহিয়া মাহমুদ সাদেক প্রকাশ শাহীন প্রফেসরের পুত্র শাহরিয়ার সাদেক নিলয় (২৮)। এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর উপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নাম আব্দুল জলিলের পুত্র কামাল উদ্দিন (৪০) দানু মিয়ার পুত্র নাঈম উদ্দিন (২৮)। উভয় সাং খাগরিয়া মজিদার পাড়া ৫ নং ওয়ার্ড। খাগরিয়ার আকবর পাড়া ৫ নং ওয়ার্ডের আব্দুল আলীর পুত্র আব্দুল আজিজ (১৯)। সহিংসতা ও হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।