শোক দিবসেই দায়িত্ব বুঝে নিলেন দোহাজারির নতুন মেয়র

আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রতিনিধি :::

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীকে নির্বাচিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম শপথ গ্রহণ শেষে দায়িত্ব হস্তান্তর জাতীয় শোকদিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮ জুলাই) বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় দোহাজারী পৌরসভা প্রাঙ্গনে চন্দনাইশ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও দোহাজারী পৌরসভার দায়িত্ব প্রাপ্ত মেয়র জনবা মাহমুদা বেগম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান মফিজ, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা ( ভূমি) কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি )মোঃ আনোয়ার হোসেন, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু।

উপজেলা ইন্সট্রাক্টর সানজিদা জাফর পপির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল শুক্কুর সাধারণ সম্পাদক বসির উদ্দিন মুরাদ, চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী নাগরিক কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর,দোহাজারী পৌর সভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সোলায়মান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব লোকমান হাকিম।  এ সময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা নবনির্বাচিত সকল কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করা হয়।  ১৯৭৫ সালের ১৫ আগষ্টে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা মোনাজাত পরিচালনা করেন মৌলানা আহমদ হোসেন আলকাদেরী । পরে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।

বাংলাদেশ মেইল /নাদিরা শিমু/NS