আওয়ামী লীগ বর্তমানে আইসিইউতে; কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি

গোপাল হালদার, পটুয়াখালী:

বিএনপির অবস্থা যেমন ভালো না, তেমনি আওয়ামী লীগ এর অবস্থাও ভালো না, আওয়ামীলীগ বর্তমানে আইসিইউতে আছে, বেশিদিন টিকবে না। পটুয়াখালীতে সেচ্ছাসেবকদলের এক প্রতিনিধি সভায় এমন মন্তব্য করেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ- সভাপতি আরিফ হাওলাদার। 

মঙ্গলবার ১২ সেপ্টেম্বর দুপুরে বঁধুয়া কমিউনিটি সেন্টারে গণতন্ত্র পুনরুদ্বার, ১ দফা দাবি বাস্তবায়ন ও সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে প্রতিনিধি সভা করেছে পটুয়াখালী জেলা সেচ্ছাসেবকদল। প্রতিনিধি সভা শুরু হওয়ার পূর্বে জেলার উপজেলা ও পৌরসভা সহ ১৬ টি ইউনিট এর পক্ষ থেকে ছোট ছোট মিছিল এসে সভাস্থল পরিপূর্ণ হয়ে যায়, এসময় মোহন মিলন পরিষদ সবার সেরা পরিষদ স্লোগানে সভাস্থল মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে দলের জেলা সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

এছাড়াও বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সরোয়ার ভুইয়া রুবেল, মোঃ জসিম হাওলাদার, আমিনুল ইসলাম তালুকদার, সহ সাধারণ সম্পাদক মাহাবুব আলম ফরাজি, মোঃ রাসেল খান, বানিজ্য সম্পাদক এ্যাড. মোঃ খলিলুর রহমান, সদস্য মোঃ রেজাউল করিম,

এসময় বক্তারা আরও বলেন, বর্তমান সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ভয় পায়। এ জন্য তাকে নিয়ে নানাভাবে অপপ্রচারে লিপ্ত। সভা শেষে কুষ্টিয়ার ৬টি উপজেলা ও ৫ টি পৌরসভায় স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন উপলক্ষে প্রার্থীদের স্বাক্ষাতকার গ্রহণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ মেইল /নাদিরা শিমু/Ns