নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আল আমিন, নাটোর প্রতিনিধি :-

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ মামলায় মো. বেনজামিন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আজ দুপুরে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।

দণ্ডিত বেনজামিন উপজেলার বিহারকোল এলাকার আয়েজ উদ্দিনের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ আগস্ট নাটোরের বাগাতিপাড়া উপজেলার বারইপাড়া এলাকার ভিকটিম দুপুরে গোসল করে ভেজা কাপড় শুকানোর জন্য পাশের বাড়ির তারে মেলে দিতে যায়। এসময় সেখানে লুকিয়ে থাকা বিহারকোল এলাকার বেনজামিন তার মুখ চেপে ধরে ওই বাড়ির রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ অবস্থায় ভিকটিমের চিৎকারে লোকজন ছুটে আসলে ধর্ষক বেনজামিন সেখান থেকে পালিয়ে যায়। ওই দিনই ভিকটিম নিজে বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আজ আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ মেইল /নাদিরা শিমু/Ns