বাঁশখালীতে আইনজীবী সমিতির সাম্প্রদায়িক সম্প্রীতি র‍্যালী

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে বাঁশখালী আদালত ভবন থেকে সম্প্রীতি র‍্যালী শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে আদালত ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়ে র‍্যালী শেষ হয়।

এ সময় বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ দিদারুল আলমের পরিচালনায়, এতে উপস্থিত ছিলেন বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপংকর দে, অ্যাডভোকেট আলহাজ্ব নুরুল আবছার, অ্যাডভোকেট দিলীপ কুমার দাশ, অ্যাডভোকেট যতীন্দ্র লাল সুশীল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ ন ম শাহাদাত আলম, অ্যাডভোকেট আবদুল খালেক, অ্যাডভোকেট তকছিমুল গণি ইমন, অ্যাডভোকেট দিলীপ কান্তি সুশীল, বাঁশখালী আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ নাছের, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইফুদ্দিন, সদস্য অ্যাডভোকেট নাজমুল আলম চৌধুরী, অ্যাডভোকেট শ্রীকন্ঠ বিশ্বাস, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট শওকত ইকবাল চৌধুরী, লুৎফুল হায়দার চৌধুরী, জোবেদ মাহমুদ চৌধুরী, শামশুল ইসলাম হেলাল, জাহাঙ্গীর আলম, রহমান মুন্সিসহ বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল আলম বলেন, আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই কাধে-কাধ মিলেই আমাদের বসবাস। এ দেশে সকল সম্প্রদায় স্ব-ধর্ম সংস্কৃতিতে পরিপূর্ণ অধিকার নিয়ে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে রাখে।

এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একই সাথে সোনার বাংলা গড়তে হবেও বলেন তিনি।