ইউপি নির্বাচনের সহিংসতার মূলেই সরকার -মির্জা ফখরুল

নির্বাচনের

আজকের খবরের কাগজ খুললেই দেখবেন- এতো বড় বড় রাম-দা, ছুরি নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চিন্তা করা যায়।

আবার মন্ত্রীরা বলছেন, না না এটা তেমন কিছু না, একটু সাধারণ ঝগড়া-ঝাটি। আমরা পরিস্কার করে বলেছি, এই সব কিছুর মূলে হচ্ছে এই সরকার, সব কিছুর মূলে হচ্ছে শেখ হাসিনা।মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন বলছে যে এরকম সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে। ওই যেটা আপনার সংঘর্ষ হয় তার দায়-দায়িত্ব আমাদের না। লজ্জা হয়, শরম নেই। এই ভদ্রলোকের (সিইসি) লজ্জা-শরম বলতে কিছু নেই।

তিনি বলেন, আজকে কত বড় দু:খ-লজ্জার যে, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন একটা গণতন্ত্র সভা ডাকছেন। আমরা পত্রিকায় দেখেছি ১০০টা দেশকে ডাকছেন। আমরা এতো শান্তি পেতাম, ভালো লাগতো, নিজের মাথা উঁচু হয়ে দাঁড়াতো যে, আমরা একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ। আমাদের নামটা সেখানে নেই।রোহিঙ্গা নিয়ে সরকারের উদ্দেশ্য অন্যরকম উল্লেখ করে ফখরুল বলেন, এই সরকার রোহিঙ্গাদের জন্য ভাসানচরে একটা রাজকীয় অবস্থান তৈরি করে দিয়েছে। কেনো? আপনাদের উদ্দেশ্য অন্যরকম।

বিএম/নির্বাচনের